Saturday, January 3, 2015

নতুন বছর দিনের খাতায়

কত কথা তার সাথে
কেটে গেছে দিন 
কথা গেঁথে।

কত জলে কত হাসিতে
কেটে গেছে দিন 
সুর বাঁশিতে। 

কত স্মৃতি-বিস্মৃতিতে 

কেটে গেছে দিন দেয়াল-ছবিতে।

কত আশা-নিরাশায়
কেটে গেছে দিন 
ভালোবাসায় । 

শত বিয়োগ ব্যথায়
কেটে গেছে দিন 
শত বরষায়!

বছর এলো ফিরে
দিনের খাতায় 
ছোট্ট নীড়ে। 

কত দিন কেটে যাবে
পার হবে বার মাস
বছর যাবে।
কত কথা বছর জুড়ে
সবার কাছে 
এলো বছর ঘুরে। 

কত সুখ আর গ্লানি
আছে এ বছর 
না জানি!!

শত শুভ আর কল্যাণে
বছর হোক শুভ
মানব মননে!!


মাসুম মীকাঈল
০১.০১.১৫ইং
 

No comments:

Post a Comment